চট্টগ্রাম বন্দর

ডিজিটাল গেট ফি চালু যানজট কমার আশা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চলতি মাসের শেষে সম্পূর্ণ ডিজিটাল গেট ফি প্রদানের ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে পণ্যবাহী যানবাহন বন্দরে প্রবেশ করতে পারবে মাত্র ২ মিনিটে। বর্তমানে ম্যানুয়ালি ফি পরিশোধ করতে ১৫-২০ মিনিট সময় লাগে, যা বন্দর গেটে যানজট তৈরি করে। ২০২১ সালের জুলাইয়ে পণ্যবাহী যানবাহনের গেট ফি প্রদান কার্যক্রম ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে কার্যক্রমটি সফল হতে দেরি হয়। তবে তিন বছর পর পুনরায় এ কার্যক্রমে গতি এসেছে। বর্তমানে প্রতিটি গাড়ির বন্দর প্রবেশে ফি দিতে হয় ৫৭.৫০ টাকা। নতুন ডিজিটাল ব্যবস্থায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি আগে থেকেই পরিশোধ করা যাবে। চালকরা কাগজপত্র দেখিয়ে মাত্র ১-২ মিনিটের মধ্যে গাড়ি নিয়ে বন্দরে প্রবেশ করতে পারবেন। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন প্রায় ৮ হাজার পণ্যবাহী যানবাহন আমদানি ও রপ্তানি পণ্যের পরিবহনে ব্যবহার হয়। ডিজিটাল গেট ফি চালু হলে যানবাহনের জন্য স্বচ্ছ ও দ্রুত প্রবেশ প্রক্রিয়া নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।