বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধূরী (পারভেজ)-এর নেতৃত্বে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা এবং কতিপয় বিশিষ্ট ব্যবসায়ীসহ একটি প্রতিনিধি দল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শিল্প ও ব্যবসা ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ নিয়ে গত সোমবার সকাল সাড়ে ৯টায় পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তারা আলোচনায় মিলিত হন। প্রথমেই উপদেষ্টা সবাইকে স্বাগত জানান এবং উপস্থিত সবার সাথে পরিচিত হন। শিল্প উপদেষ্টা সুনির্দিষ্ট ইস্যুভিত্তিক আলোচনার প্রস্তাবের পর সভাপতি বিসিআই সূচনা বক্তব্য প্রদান করেন। তিনি শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা এবং বাংলাদেশের লেবার ইস্যু এবং শিল্প খাতে বিদ্যমান অন্যান্য সমস্যা নিয়ে আলোকপাত করেন। পরে উপস্থিত নেতারা সেক্টরভিত্তিক সুনির্দিষ্ট ইস্যু/সমস্যাসমূহ উপদেষ্টার নিকট তুলে ধরেন। উপদেষ্টা তাৎক্ষণিক কিছু সমস্যা সমাধানের নির্দেশনা দেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহে সমস্যাসমূহ অবহিত করার পরামর্শ দেন। সভার শেষ ভাগে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম জাকিয়া সুলতানা আলোচ্য বিষয়সমূহ সামআপ করে বলেন, আজকের আলোচ্য বিষয়সমূহ যেমন, লেবার ইস্যু, আইনশৃঙ্খলা, ব্যাংকিং, এনবিআর ইস্যু, বিডা ইস্যু ইত্যাদি বিষয়সমূহ নিয়ে একত্রে বসা যেতে পারে এবং প্রস্তাব তৈরি করে শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রেরণ করা যেতে পারে। সবশেষ বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধূরী (পারভেজ) উপদেষ্টাসহ সবাইকে সভায় উপস্থিত হয়ে শিল্প ও ব্যবসা ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করতে ও সমাধানের পথ খুঁজতে সহায়তা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় মীর নাসির হোসেন, সাবেক সভাপতি, এফবিসিসিআই, মো. আনোয়ার হোসেন, প্রশাসক, বিজিএমইএ, কামরান টি. রহমান, সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আশরাফ আহমেদ, সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সৈয়দ নাসিম মঞ্জুর, সভাপতি, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, দেবব্রত মুখোপাধ্যায়, ব্যবস্থাপনা পরিচালক, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লি., মতিউর রহমান, চেয়ারম্যান, উত্তরা মোটর কর্পোরেশন লি., আব্দুল হক, সাবেক পরিচালক, এফবিসিসিআই, শাদাব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, কোকাণ্ডকোলা বাংলাদেশ লিমিটেড, মঈনুল ইসলাম স্বপন, ভাইস চেয়ারম্যান, মন্নু গ্রুপ, প্রীতি চক্রবর্তী, ঊর্ধ্বতন সহ-সভাপতি, বিসিআই, মোহাম্মদ ইউনুস, সহ-সভাপতি, বিসিআই, অমিতাভ চক্রবর্তী, উপদেষ্টা, সিটি গ্রুপ উপস্থিত ছিলেন এবং নিজ নিজ সেক্টরের সমস্যাসমূহ তুলে ধরে বক্তব্য রেখেছেন।