তিন ক্যাটাগরিতে ঢাকা ব্যাংক মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা ব্যাংক মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ এ তিনটি ক্যাটাগরিতে দেশীয় লেনদেন বৃদ্ধির জন্য এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডোমেস্টিক) ২০২৩-২৪, দেশের তিনটি প্রধান এলিট শ্রেণির ক্লাব-ঢাকা ক্লাব, গুলশান ক্লাব এবং উত্তরা ক্লাবের সাথে একচেটিয়া কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সুবিধা চালু করার জন্য এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (ইনোভেশন) ২০২৩-২৪ এবং ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ কার্ড ইস্যুয়ার হিসেবে গৌরব অর্জনের জন্য মাস্টারকার্ড বিজনেস গ্রোথ (ইস্যু) ২০২৩-২৪- তে এই এক্সিলেন্স অধিৎফ টি অর্জন করে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, মাস্টারকার্ডের সিনিয়র ম্যানেজমেন্ট, ফিনটেক, মার্চেন্টস ও বিভিন্ন শিল্প নেতাদের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডা. আহসান মনসুরের কাছ থেকে ব্যাংকটির পক্ষে পুরষ্কার গ্রহণ করেন। গত শনিবার রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশের ব্যাংকিং, পেমেন্ট এবং ফিনটেক খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে ‘লিডিং বাই রেজিলিয়েন্স’- অর্থাৎ ‘সহনশীলতার মাধ্যমে নেতৃত্ব’শিরোনামে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ডিজিটাল পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গ্রাহকদের মধ্যে ডিজিটাল-ফার্স্ট আচরণ গড়ে তোলা এ পুরস্কার প্রদানের লক্ষ্য। শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গঠনে অবদান রাখার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের জন্য ঢাকা ব্যাংক মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করে। গেস্ট অব অনার হিসেবে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা। ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, এসইভিপি ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান এইচএম মোস্তাফিজুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশ এর কান্ট্রি মেনেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মাস্টারকার্ড বাংলাদেশ এর ডিরেক্টর জাকিয়া সুলতানা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।