ঢাকা ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টিসিবির ট্রাকে ভর্তুকি মূল্যে আলু বিক্রি শুরু

মূল্যস্ফীতি মোকাবিলায় সরকারের উদ্যোগ
টিসিবির ট্রাকে ভর্তুকি মূল্যে আলু বিক্রি শুরু

সরকার জনগণের স্বস্তি আনতে ভর্তুকি দিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকে আলু বিক্রির কার্যক্রম শুরু করেছে। গতকাল বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

আলুর দাম নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ : বাণিজ্য উপদেষ্টা জানান, আলুর দাম বর্তমানে অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে রাজধানীর ৫০টি স্থানে আলু বিক্রি করবে। প্রতিজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন, যার কেজি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্মিলিতভাবে কাজ করছি। এই কার্যক্রমের পরিধি প্রয়োজনে আরো বাড়ানো হবে। বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার সব স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করছে।’

মূল্যস্ফীতি ও সরবরাহ পরিস্থিতি : বাজারে মূল্যস্ফীতি প্রসঙ্গে শেখ বশির উদ্দীন বলেন, ‘মূল্যস্ফীতি মূলত সরবরাহ-সংক্রান্ত। সরবরাহব্যবস্থা সহজ করতে বিভিন্ন পণ্যের ওপর আমদানি শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমানো হয়েছে, যার ফলে হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নেয়া হয়েছে। এর মাধ্যমে চাল, তেলসহ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে।’ তিনি আরো জানান, ‘এরই মধ্যে চাল ও ডিম আমদানি শুরু হয়েছে। প্রায় ২০ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।’

অসাধারণ সাড়া পাচ্ছে কার্যক্রম : ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আলু বিক্রি কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ ভোক্তারা স্বস্তি প্রকাশ করেছেন। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে। সরকারের এই উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম : টিসিবি’র এই উদ্যোগে কারওয়ান বাজারসহ ঢাকা মহানগরীর ৫০টি জায়গায় ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলবে এই কার্যক্রম। সরকারের এই প্রচেষ্টা বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত