মিডল্যান্ড ব্যাংক ও বিপি ম্যানুফেকচারিং (বিডি) প্রা.লি.-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৩ নভেম্বর নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত সনিক গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাজিদুল হক পাটোয়ারী ও বিপি ম্যানুফেকচারিংয়ের পক্ষে ওং চি ইউ বেঞ্জামিন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বিপি ম্যানুফেকচারিং তাদের প্রতিদিনের ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংকের আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন ‘মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)’ অ্যাপ্লিকেশন ব্যবহার করবে। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসেন রাসেলসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।