মাস্টারকার্ড এক্সিলেন্স এওয়ার্ড ২০২৪ এ চারটি ক্যাটাগরীতে পুরস্কৃত হয়েছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি। ২০২৩-২৪ অর্থবছরে জন্য ইবিএল’কে বিজনেস (ইনোভেশন), ক্রেডিট বিজনেস (ডমেস্টিক), পস একুয়ারিং বিজনেস, এবং অনলাইন একুয়ারিং বিজনেস ক্যাটাগরীতে স্বীকৃতি দেয়া হয়।
গত শনিবার, রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের কাছ থেকে পুরস্কার ট্রফি গ্রহণ করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী, কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেন, এমণ্ডকমার্স ও ই-কমার্স বিভাগ প্রধান ফয়সাল এম. ফাতেহ-উল ইসলাম। মাস্টারকার্ড ২০১৯ সাল থেকে এই এওয়ার্ডের আয়োজন করে আসছে। এবারের ষষ্ঠ আসরে ব্যাংকিং, পেমেন্ট, এবং ফিনটেক অঙ্গনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি জানানো হয়।