বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এমডি ও সিইও জসীম উদ্দিন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
মো. জসীম উদ্দিন গতকাল বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মো. জসীম উদ্দিনের আগে জনতা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। জনতা ব্যাংকে তিনি শাখা ব্যবস্থাপক, জোনাল হেড, বিভাগীয় প্রধান এবং হেড অফিসের বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কাজ করেন। পরে জিএম পদ থেকে পদোন্নতি পেয়ে কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি হিসেবে নিয়োজিত হন। শিক্ষাজীবনে মো. জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিও অর্জন করেন। এই নিয়োগের মাধ্যমে মো. জসীম উদ্দিন তার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিডিবিএল-এর কার্যক্রমকে আরো এগিয়ে নেয়ার প্রত্যাশা করছেন।