ডিএফইডি কর্তৃক বরগুনায় RHL প্রকল্পের
উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য উপযুক্ত আবাসন এবং জীবিকায়নে সহায়তা প্রদানের লক্ষ্যে Green Climate Fund (GCF)-এর আর্থিক সহায়তায় পিকেএসএফ- এর ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)’ প্রকল্পটি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) বরগুনা জেলার সদর উপজেলার ৮টি ইউনিয়নে (নলটো, এম বালিয়াতলী, বুড়িরচর, ঢলুয়া, আইলা পাতাকাটা, বদরখালী, ফুলঝুডি, কেওড়াবুনিয়া) গত ২৭ মার্চ হতে বাস্তবায়ন করছে। এ প্রকল্পটির মাধ্যমে উপকূলীয় ৭ টি জেলায় (কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা) প্রায় তিন লক্ষ অতি দরিদ্র মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে। প্রকল্পটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে: উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন সহনশীল বাড়ি নির্মাণ/পুনঃনির্মাণ/বসতভিটা উঁচুকরণ, কাঁকড়া হ্যাচারি স্থাপন ও কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ, মাঁচা পদ্ধতিতে ছাগল-ভেড়া পালন, বসতবাড়ির আঙিনায় লবণাক্ততা সহনশীল সবজি চাষ, বাড়ির আঙিনায় এবং কাঁকড়া ঘেরে ম্যানগ্রোভ বনায়ন ইত্যাদি। এ প্রকল্পের মাধ্যমে ২০২৪-২০২৫ অর্থ বছরে উপকারভোগীদের মধ্যে ৫ হাজার ৬২৬টি ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে গতকাল বৃহস্পতিবার বরগুনা জেলার সদর উপজেলার এম বালিয়াতলী ও ঢলুয়া ইউনিয়নের RHL প্রকল্পের ৪০০ জন উপকারভোগীদের মধ্যে ২০০০টি (নিম, কদবেল, সফেদা, নারিকেল ও পেয়ারা) গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. নিয়ামুল কবীর, কো-অর্ডিনেটর (কৃষি) ও ফোকাল পার্সন, RHL প্রকল্প, ডিএফইডি, ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. আসলাম উদ্দিন, এরিয়া ম্যানেজার,বরগুনা এরিয়া, বরগুনা। আরো উপস্থিত ছিলেন সাব্বির উজ জামান, প্রকল্প সম্বয়কারী, RHL প্রকল্প, ডিএফইডি, বরগুনা, মো. খলিলুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার, বরগুনা সদর ব্রাঞ্চ, বরগুনা, RHL প্রকল্পের স্টাফবৃন্দ এবং এলাকার উপকারভোগী। প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, প্রাকৃতি দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস মুখাবেলা ও পুষ্ঠির ঘাটতি পূরণের জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে বেশি বেশি করে ঔষধি, ফলজ ও বনজ গাছ রোপণ করা প্রয়োজন। আমরা নিজেরা প্রতেক্যের বাড়িতে গাছ লাগাব নিজেরা ও দেশকে ভালো রাখব।