ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে : রাষ্ট্রদূত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে : রাষ্ট্রদূত

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বলেছেন, কৃষি অবকাঠামোর ধারাবাহিক রূপান্তর এবং আধুনিকীকরণের ফলে জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এফএও’র মহাপরিচালক ড. চু ডং ইউ-এর সাথে বৈঠককালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত রকিবুল হক জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র (এফএও) ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। তিনি ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবন নিয়ে কার্যক্রম পরিচালনা এবং বৈশ্বিক জরুরি সংকট ও দুর্যোগের সময়ে বিভিন্ন দেশের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা পরিহার করে কৃষি পণ্য রপ্তানি অব্যাহত রাখার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ভূমিকা আরো জোরদারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী ক্ষুধা নির্মূল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি গ্রামীণ জীবনমান উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস প্রণীত সোস্যাল বিজনেস ধারণার প্রয়োগের বিষয়টি বিবেচনার জন্য এফএও-এর মহাপরিচালকের প্রতি অনুরোধ জানান। এফএও মহাপরিচালক ড. চু ডং ইউ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে এফএও-র সব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ করেন। মহাপরিচালক বাংলাদেশের কৃষি রূপান্তরসহ খাদ্য নিরাপত্তা অর্জনের সব পরিকল্পনা ও কর্মসূচিতে এফএও’র সমর্থন ও অংশীদারিত্বের বিষয়ে আশ্বস্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত