বাজার সহনশীল রাখতে চেষ্টা চলছে : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে চিনি, তেল, ও পেঁয়াজের দাম কমার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আসন্ন রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি যতটা সম্ভব সহনশীল রাখার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল শনিবার সকালে ঢাকায় রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। সেখ বশিরউদ্দীন বলেন, বিগত ১৫ বছরে দেশে একটি ‘ক্রিমিনালাইজেশন সভ্যতা’ গড়ে উঠেছিল, যা সমাজকে ভয়ভীতির মধ্যে রাখছিল। এতে করে রাষ্ট্রের ভেতর সমাজে একটি গভীর বিভাজন তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো সমাজকে একটি মর্যাদাপূর্ণ অবস্থায় রূপান্তর করা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, এবং সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শুক্কুর আলী শুভ। বাণিজ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে সাধারণ জনগণের উপর মূল্যস্ফীতির চাপ কমানোর প্রচেষ্টা সফল হবে এবং রমজানকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি সহনশীল থাকবে।