জনতা ব্যাংকের আরটিজিএস’র কার্যক্রম শুরু
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশ ব্যাংক কর্তৃক Real Time Gross Settlement (RTGS)-এর কার্যক্রম বিদ্যমান সফট্ওয়্যারের পরিবর্তে আপগ্রেডেড সফটওয়্যারের মাধ্যমে সম্পাদনের পরিপ্রেক্ষিতে জনতা ব্যাংক পিএলসি. তার নিজস্ব ডেভেলপারদের মাধ্যমে উন্নয়নকৃত JB NIKASH SOLUTION এর সাহায্যে RTGS এর কার্যক্রম শুরু করেছে। গতকাল রোববার এ উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি. এর ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সফটওয়্যারটি উদ্বোধন করেন এবং সফটওয়্যারের মাধ্যমে সফলভাবে একটি লেনদেন সম্পন্ন করেন।
এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। নিজস্ব ডেভেলপারদের দ্বারা সফটওয়্যার ডেভেলপের মাধ্যমে একদিকে যেমন আর্থিক ব্যয় সাশ্রয় করা যাবে, তেমনিভাবে RTGS সংক্রান্ত কার্যাদি দ্রুত ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করা যাবে।