ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতার স্বীকৃতি গ্রহণ করলো ন্যাশনাল ব্যাংক

শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতার স্বীকৃতি গ্রহণ করলো ন্যাশনাল ব্যাংক

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রেরিত রেমিট্যান্স গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ গ্রহীতা হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪’-এ ‘শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই উপলক্ষে গত কাল সোমবার ২৫ নভেম্বর ঢাকার বাংলামোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রায়হানুল ইসলাম চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর হাতে পুরস্কারটি তুলে দেন। এ সময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ, মো. আব্দুল মতিন, ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ প্রতিনিধি মধুসূদন সাহা উপস্থিত ছিলেন। ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু পুরস্কার প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই স্বীকৃতি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের জন্য।

তিনি উল্লেখ করেন, ন্যাশনাল ব্যাংক ১৯৯৪ সালে ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স আনার কার্যক্রম শুরু করেছিল। তিনি আরো বলেন, ‘ব্যাংকের এই সাফল্যের গল্প প্রমাণ করে যে, সুযোগ্য নেতৃত্ব এবং প্রযুক্তি ও মানবসম্পদে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে কীভাবে পরিবর্তন আনা সম্ভব।’ ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান বলেন, ন্যাশনাল ব্যাংক সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান এবং গ্রিসসহ বিভিন্ন দেশে সহযোগী প্রতিষ্ঠান দ্বারা রেমিট্যান্স সংগ্রহ করছে এবং ভবিষ্যতে আরো বেশি রেমিট্যান্স সংগ্রহের লক্ষ্য রয়েছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক ডলার সংকটের মধ্যে তারা রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধিতে কাজ করছে এবং গ্রাহক সন্তুষ্টি ও প্রযুক্তিগত উদ্ভাবনে জোর দেয়ার মাধ্যমে রেমিট্যান্স সেবায় শীর্ষস্থান অর্জন করার লক্ষ্য রাখছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত