ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জনতা ব্যাংক নতুন RTGS সিস্টেম চালু করেছে JB NIKASH SOLUTION

জনতা ব্যাংক নতুন RTGS সিস্টেম চালু করেছে JB NIKASH SOLUTION

গত রোববার জনতা ব্যাংক পিএলসি তার নতুন সফটওয়্যার JB NIKASH SOLUTION -এর মাধ্যমে আপগ্রেডেড Real Time Gross Settlement (RTGS) কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নতুন RTGS সফটওয়্যার ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকটি এই সফটওয়্যার চালু করেছে। জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর প্রধান কার্যালয়ে এই সফটওয়্যারটির উদ্বোধন করেন এবং এর মাধ্যমে সফলভাবে একটি লেনদেন সম্পন্ন করেন। এই সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। নিজস্ব ডেভেলপারদের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপ করে ব্যাংকটি আর্থিক ব্যয় সাশ্রয়ের পাশাপাশি RTGS সংক্রান্ত কার্যক্রম দ্রুত এবং স্বচ্ছতার সাথে সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত