ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ (আইসিসিবি) রাজধানী ঢাকায় ‘আন্তর্জাতিক লেনদেন বাণিজ্যের অর্থায়নের আইনী প্রতিবন্ধকতা ও নিষেধাজ্ঞা ব্যবস্থা এবং প্রয়োজনীয় বিষয়সমূহ’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করেছে। গত শনিবার ২৩ নভেম্বর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এই কর্মশালাটি আইসিসিবি, মুডি’স এবং আইসিসি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যৌথভাবে আয়োজন করে। আইসিসিবি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান কর্মশালার সমাপনী অধিবেশনে বলেন, ‘ফলপ্রসূ আন্তঃসীমান্ত বাণিজ্যের জন্য বিদেশি ব্যবসায়িক অংশীদার সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়ার জন্য আন্তঃসীমান্ত বাণিজ্যের বৃদ্ধি গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে যুক্ত আইনী কাঠামো এবং নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতনতা বাড়ানো দরকার। এ ছাড়াও, মুডি’স ফাইন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্সের ইন্ডাস্ট্রি প্র্যাকটিস লিড মোহাম্মদ দাউদ এবং আইসিসি ইউএই এর ডিরেক্টর ভিনসেন্ট ও’ব্রায়েন সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন আইসিসি বাংলাদেশ সেক্রেটারি জেনারেল আতাউর রহমান। কর্মশালায় মোট ১০৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিংসহ (টিবিএমএল) চারটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়। এ ধরনের একটি কর্মশালা ২৪ নভেম্বর চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়।