স্থানীয় সরকার উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধির সাক্ষাৎ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। এই সাক্ষাৎকারে বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উন্নয়ন প্রকল্পসমূহের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন প্রকল্প এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের একজন সহযোগী অংশীজন হতে পেরে আমরা গর্বিত। স্থানীয় সরকার উপদেষ্টার কাছে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং দ্রুত বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কাজের গতিশীলতা আনতে সরকার কাজ করে যাচ্ছে। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প এবং বিদেশি সাহায্য প্রাপ্ত প্রকল্পগুলোর গতি ত্বরান্বিত করতে এবং নির্ধারিত সময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।