যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

এক দশকে রপ্তানি বেড়েছে ৫০.৭৯ শতাংশ, তবে সম্প্রতি প্রবৃদ্ধির হার কমেছে। গত দশ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক দেশগুলোর একটি। এদিকে, পোশাক রপ্তানি করে বাংলাদেশ মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশই যুক্তরাষ্ট্র থেকে অর্জন করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস (ওটেক্সা) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ তৃতীয় স্থানে, ভিয়েতনাম ও চীনের পেছনে : ওটেক্সার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করা শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে ভিয়েতনাম। তবে, গত এক দশকে এই অবস্থানে পরিবর্তন এসেছে। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রফতানির পরিমাণ প্রায় অর্ধেকে কমে গেছে। এ সময়কালে বাংলাদেশ ও ভিয়েতনাম উভয়েই তাদের বাজার অবস্থান উন্নত করেছে। বাংলাদেশে তৈরি পোশাকের চাহিদা ক্রমবর্ধমানভাবে বাড়লেও সম্প্রতি রফতানির প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পেয়েছে। দশ বছরে বাংলাদেশের রফতানি পরিস্থিতি : ২০১৪ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানির পরিমাণ ছিল ৪.৮৩ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে বেড়ে দাঁড়ায় ৯.৭৩ বিলিয়ন ডলারে। অর্থাৎ, গত দশ বছরে রফতানি প্রবৃদ্ধি ছিল ৫০.৭৯ শতাংশ।

তবে, ২০২৩ সালে এই প্রবৃদ্ধি কমে আসে এবং রফতানি এক চতুর্থাংশ হ্রাস পেয়ে ৭.২৯ বিলিয়ন ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে পোশাক আমদানি ২২.০৪ শতাংশ কমে যাওয়ায় বাংলাদেশের রফতানিতেও এর প্রভাব পড়েছে। অন্যদিকে, ২০১৪ সালে চীনের রফতানি পরিমাণ ছিল ২৯.৭৯ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালে কমে ১৬.৩২ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ, চীনের রফতানি পরিমাণ দশ বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই সময়কালে ভিয়েতনামের রফতানি ৫২.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০১৪ সালের ৯.২৭ বিলিয়ন ডলার থেকে ২০২৩ সালে ১৪.১৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : এক দশকে রফতানি বেড়েছে ৫০.৭৯ শতাংশ, তবে সম্প্রতি প্রবৃদ্ধির হার কমেছে গত দশ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বড় পোশাক রফতানিকারক দেশগুলোর একটি। এদিকে, পোশাক রফতানি করে বাংলাদেশ মোট রফতানি আয়ের প্রায় ২০ শতাংশই যুক্তরাষ্ট্র থেকে অর্জন করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস (ওটেক্সা) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।