ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মার্কেন্টাইল ব্যাংকের AML সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের AML সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং কনফারেন্স-২০২৪ গতকাল শনিবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১৫২টি শাখার মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং বিভিন্ন শাখাপ্রধান ও প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজম্যান্ট টিম ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ-এর প্রধান (চলতি দায়িত্বে) এ. কে. এম. এহসান প্রধান অতিথি এবং পরিচালক মো. মোস্তাকুর রহমান বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ এবং রিসোর্স পারসন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক ড. মো. রায়হানুল ইসলাম ও যুগ্ম পরিচালক মো. মাহবুবুর রহমান। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. জাকির হোসেন, আদিল রায়হান ও অসিম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিক্যামেলকো এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান লোপিতা মান্নানসহ উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত