আকিজবশির গ্লাসের প্রথম বিজনেস কনফারেন্স ‘টুগেদার উই উইন’ অনুষ্ঠিত

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান আকিজবশির গ্রুপের অন্যতম ব্র্যান্ড আকিজবশির গ্লাস-এর প্রথম বিজনেস কনফারেন্স কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে অনুষ্ঠিত হয়েছে।

টুগেদার উই উইন শীর্ষক এই আয়োজনটিতে দেশব্যাপী ৫০০-এরও অধিক ডিলার এবং আকিজবশির গ্লাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আকিজবশির গ্লাস একসাথে এগিয়ে চলার দৃঢ় অঙ্গীকারের মাধ্যমেই নতুনত্ব ও আধুনিকতায় দেশের গ্লাস শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। আর এরই অংশ, এবারের বিজনেস কনফারেন্স ২০২৪, টুগেদার উই উইন। অনুষ্ঠানটিতে আকিজবশির গ্রুপ ও আকিজবশির গ্লাসের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে আকিজবশির গ্রুপের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তসলিম মো. খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম এবং আকিজবশির গ্লাসের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুহু সুফী উল্লেখযোগ্য।