হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালককে সংর্বধনা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
হামদর্দ ফাউণ্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ারকে সংর্বধনা দেয়া হয়েছে। গত রবিবার সকালে রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সংর্বধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, আমি স্বপ্ন দেখি দেশের প্রত্যেক মানুষের হামদর্দের সেবা পাবে। সেই স্বপ্ন পূরণে সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। এ সময় হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার প্রতিষ্ঠানের সেবা ও সহমর্মিতার চেতনা সর্বত্র ছড়িয়ে দেবার অঙ্গীকার করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
অনুষ্ঠানে সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুল মজিদ, উপ-পরিচালক এবং পরিচালক লিগ্যাল ও প্রটোকল (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।