নকল কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র অভিযান
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
রাজশাহীর চারঘাট উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে নকল কসমেটিকস পণ্য উৎপাদনকারী ২টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে নকল ‘স্যানিটারি ন্যাপকিন, ত্বকের ক্রিম ও লোশন বিক্রয় করায় এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় চারঘাট বাজার এলাকায় অবস্থিত জিয়া প্রসাধনী প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ৪ হাজার পিস নকল পণ্য ও ৫ হাজার পিস লেবেল ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে লাইসেন্স ছাড়াই গোপনে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড নকল করে উৎপাদিত কসমেটিকস পণ্যসামগ্রী বিক্রি করে আসছিল। এ ছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে নকল ত্বকের ক্রিম, লোশন ও হেয়ার অয়েল বিক্রয় করায় এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় একই এলাকার রিয়া রোশনী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির প্রায় ২ হাজার পিস নকল পণ্য ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।