বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র্যাংগস, সোনারতরী টাওয়ার, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-এ অবস্থিত নিজস্ব শোরুমে ‘র্যাংগস বিজয় উৎসব-২০২৪’ ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করলো। ‘র্যাংগস বিজয় উৎসব-২০২৪’ - ক্যাম্পেইন এ বরাবরের মতোই সেরা মানের ইলেক্ট্রনিক্স পণ্যের নিশ্চয়তা নিয়ে এবারের বিজয় উৎসব উপলক্ষে ক্রেতাসাধারণের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার, ফ্রি গিফট ও ডিসকাউন্ট। পুরোনো যেকোন ব্র্যান্ডের সচল বা অচল এলইডি টিভি থেকে নতুন মডেলের সনি ও এলজি টিভিতে আপগ্রেড করলেই থাকছে ৬৬,০০০ টাকা পর্যন্ত ছাড়। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে থাকছে বিজয় উৎসব অফার মূল্যরে উপরে অতিরিক্ত বিশেষ ডিসকাউন্ট সুবিধা। এ ছাড়াও ক্রেতারা পাচ্ছেন নগদ পেমেন্ট এ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ‘র্যাংগস বিজয় উৎসব-২০২৪’ - ক্যাম্পেইন উদ্বোধন করেন সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের সম্মানিত ব্রাঞ্চ হেড, মি. রিকি লুকাস এবং র্যাংগস ইলেক্ট্রনিক্স লি. -এর সম্মানিত সিনিয়র জেনারেল ম্যানেজার, মি. মোহাম্মদ জানে আলম। এ ছাড়াও উপস্থিতি ছিলেন বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন র্কমর্কতারা। উদ্বোধনের পর থেকেই সব সনি-র্যাংগস শো-রুমে চলতে থাকে অগণতি ক্রেতাদের উপচেপড়া ভীড়। আগামি ১৭ই ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত সব বিক্রয় মাধ্যমে একযোগে চলবে। গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেক্ট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।