সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে শেষ পর্যন্ত কোনো দরপত্র জমা পড়েনি। দরপত্রের জন্য নির্ধারিত সময় ছিল গত সোমবার দুপুর ১টা পর্যন্ত। এই সময়ের দেশি কিংবা বিদেশি কোনো প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়নি বলে পেট্রোবাংলার নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘অনুসন্ধানের জন্য বেশ কয়েকটি বিদেশি কোম্পানি দরপত্র কিনেছিল। আমরা আশাবাদীও ছিলাম যে তারা দরপত্র জমা দেবে। কিন্তু শেষ পর্যন্ত দেয়নি। এখন নতুন করে আবার পেট্রোবাংলা আলোচনা করবে। দরপত্রে কেনো কোম্পানি আসল না সেটি বিশ্লেষণ করা হবে। দরপত্রের বিষয়ে কোনো নতুন পরিবর্তন আনা যায় কিনা সেটিও দেখা হবে।’ পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, তেল গ্যাস অনুসন্ধানে ৭টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছিল।
এ ছাড়া দুটি কোম্পানি ডাটা কিনেছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউই দরপত্র জমা দেয়নি। বাংলাদেশের গভীর সমুদ্রে ১৫টি এবং অগভীর সমুদ্রে ১১টি ব্লক আছে। অগভীর সমুদ্রের দুটি ব্লকে অনুসন্ধান পরিচালনা করছে ভারতের কোম্পানি ওএনজিসি। বাংলাদেশের সমুদ্র অঞ্চলে ২৪টি ব্লকে (গভীর সমুদ্রে ১৫টি এবং অগভীর সমুদ্রে ৯টি) তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান করা হয় চলতি বছরের ১১ মার্চ।