ইউক্রেন থেকে আমদানি করা গম দেশে পৌঁছেছে
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে আমদানিকৃত ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি এনজয় প্রোসপারিটি জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় এসে পৌঁছায়।
খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটিই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান। সংবাদ বিজ্ঞপতিতে খাদ্য মন্ত্রণালয় আরো জানায়, জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু হবে। এই গমের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।