বিআইএফএফএল’কে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড’কে (বিআইএফএফএল) অতিরিক্ত অর্থায়ন হিসাবে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে এডিবি’র সাথে সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবি’র পক্ষে বাংলাদেশে নিযুক্ত এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং গতকাল বৃহস্পতিবার এই ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ সরকার এবং এডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘স্ট্রেংদেনিং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড প্রজেক্ট- অতিরিক্ত অর্থায়ন’ শীর্ষক প্রকল্পের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

এ প্রকল্পের উদ্যোগী মন্ত্রণালয় অর্থ বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থা বিআইএফএফএল এবং এর বাস্তবায়নকাল ২০২৪-২০২৯। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে বিআইএফএফএল’র সক্ষমতা বাড়াতে প্রস্তাবিত প্রকল্পের অনুকূলে এডিবি ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করবে। এ বিষয়ে এডিবি ও বিআইএফএফএল’র মধ্যে একটি পৃথক প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিআইএফএফএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আনিছুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন। এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে এডিবি আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে প্রদান করে আসছে। এডিবি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে ৩১ হাজার ৮৯৭ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা এবং ৫৭১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা প্রদান করেছে। এডিবি’র উন্নয়ন সহায়তা প্রধানত বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পানিসম্পদ, সুশাসন এবং আর্থিক খাতগুলিকে প্রাধান্য দেয়।