ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাপেক্স’র ৩৫তম বার্ষিক সাধারণ সভা

বাপেক্স’র ৩৫তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাপেক্স বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ইসতিয়াক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডাররা এবং পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আলোচ্য অর্থবছরে এ কোম্পানির মোট আয় ৮৯৫.১৩ কোটি টাকা এবং মোট ব্যয় ৪৯১.৩৩ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে বাপেক্স আয়কর পরবর্তী ২৭৩.০০ কোটি টাকা মুনাফা করেছে। কোম্পানি বর্ণিত অর্থবছরে ৩৬৫.৫৬ কোটি টাকা সরকারি রাজস্ব হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করেছে। শেয়ারহোল্ডার ও পর্ষদ সদস্যগণ সভায় বাপেক্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোম্পানির সার্বিক কর্মকাণ্ডে আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত