মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং এক্সপোজ ফার্নিচার
সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) এর সাথে এক্সপোজ ফার্নিচার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এক্সপোজ ফার্নিচার দেশের একটি সনামধন্য ফার্নিচার কোম্পানি, যারা দীর্ঘ দিন যাবৎ দেশ ব্যপী গ্রাহকের চাহিদা অনুযায়ী ফার্নিচার প্রস্তুত ও বিতরণ করে আসছে। চুক্তি স্বাক্ষরের ফলে মিডল্যান্ড ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকরা ০% রেটে ও সর্বোচ্চ ২৪টি সমান মাসিক কিস্তিতে এক্সপোজ ফার্নিচারের দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবে। পাশাপাশি, মিডল্যান্ড ব্যাংকের সব কার্ড গ্রাহকরা (ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড) তাদের ফার্নিচারের মোট ক্রয় মুল্যের উপর সর্বোচ্চ ১০% ডিসকাউন্ট রেটে এক্সপোজ ফার্নিচারের দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবেন। ১১ ডিসেম্বর ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন এক্সপোজ ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর বিপ্লব এবং মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন অ্যান্ড চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার।