জাতীয় পর্যায়ে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪ পেলো ন্যাশনাল ব্যাংক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে অনন্য অবদান রাখার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘রেমিট্যান্স এওয়ার্ড ২০২৪’ পেলো ন্যাশনাল ব্যাংক। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে’ এর অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে এওয়ার্ড গ্রহণ করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।