সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন বাজারে নতুন আলু ও পেঁয়াজ পর্যাপ্ত সরবরাহ হওয়ার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরো কমে আসবে বলে তারা মনে করেন। গতকাল রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এমন তথ্য জানা দেখা গেছে। রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। পুরাতন আলু ৭০ টাকা, বগুড়ার আলু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ১১০ টাকা, মুড়ি পেঁয়াজ ৭০ টাকা, পাতা পেঁয়াজ ৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।