পূবালী ব্যাংক পিএলসির আইএসও আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পূবালী ব্যাংক পিএলসি তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিকমানদ- আইএসও-আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে। এ উপলক্ষে আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান এবং প্রাইস ওয়াটারহাউস কুপার্স (পিডব্লিউসি) বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজিংপার্টনার শামস জামান পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী-এর হাতে সনদ হস্তান্তর করেন। এই সনদ অর্জনের মাধ্যমে পূবালী ব্যাংক গ্রাহকদের তথ্য সুরক্ষা এবং সেবার মান নিশ্চিত করতে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে। এই সনদ প্রাপ্তি দেশের আর্থিক খাতের জন্য একটি উদাহরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করবে।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, ‘আইএসও-আইইসি ২৭০০১:২০২২ সনদ প্রাপ্তি পূবালী ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ গ্রাহকদের তথ্য সুরক্ষায় আমাদের প্রতিশ্রুতি এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে আমাদের দক্ষতার স্বীকৃতি। আমরা এই অর্জনকে ভবিষ্যতের উন্নয়ন ও উদ্ভাবনের অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করছি।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো: শাহনেওয়াজ খান ও মো: আনিসুজ্জামান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।