ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) শিরোনামের শ্রেষ্ঠত্বের সম্মাননা পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ। সম্প্রতি ইবিএল ডিজিটাল এক্সিলেন্স সামিট-২০২৪ এর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘এক্সিলেন্স ইন বিজনেস’ ক্যাটাগরিতে এই সম্মাননা পায় নগদ। দেশের শীর্ষ ব্যাংকগুলোর মতো ইবিএলের সাথে পার্টনারশিপে আর্থিক লেনদেনের ও পেমেন্টের বিভিন্ন দিকে সাফল্যের সাথে কাজ করছে মোবাইল ফাইনান্সিয়াল কোম্পানি নগদ। ব্যাংক-এমএফএস পার্টনারশিপে নগদ আর্থিক খাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারই প্রমাণ মিললো পেমেন্ট বিষয়ে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে। গত মঙ্গলবার বিসিসিআইয়ের কার্নিভাল হলে অনুষ্ঠিত হয় ইবিএলের ২০২৪ সালের ডিজিটাল এক্সেলেন্স সামিট। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘এক্সিলেন্স ইন বিজনেস’ ক্যাটাগরি। আর এখানেই পেমেন্ট খাতে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পায় নগদ। নগদের হাতে এই স্বীকৃতি স্মারক তুলে দেন ইস্টার্ন ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। এছাড়া ইবিএলের রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম খোরশেদ আনোয়ার এবং ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের প্রধান আহসান উল্লাহ চৌধুরী সম্মাননা প্রদানের সময় উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, দেশের প্রায় সব শীর্ষ স্থানীয় ব্যাংকের সাথে নগদের এই ধরণের পার্টনারশিপ আছে। এই পার্টনারশিপের ফলে যে কোনো ব্যাংক বা তার কার্ড থেকে নগদে অ্যাড মানি করা, বিভিন্ন ব্যাংকে নগদ থেকে ডিপিএস ঋণের কিস্তি জমা দেয়ার মতো কাজ করা যায়। নগদ অ্যাপ বা ইউএসএসডি ব্যবহার করে ব্যাংকের জমা থাকা অর্থ দিয়ে যে কোনো ধরনের লেনদেন বা পেমেন্ট এবং বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা যায়। মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা নগদ এখন দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস। বাংলাদেশ ডাক বিভাগের এই ডিজিটাল সেবা এখন সরাসরি তদারক করছে বাংলাদেশ ব্যাংক। তারপর থেকে নগদের দৈনিক লেনদেন এবং গ্রাহক সংখ্যা নতুন উচ্চতায় উঠেছে।