দেশের উত্তরাঞ্চলের বন্ধ থাকা ছয়টি চিনিকল পুনরায় চালু করার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক ঘটনা এবং একটি বিজয়। এই বিজয়কে বৃহত্তর জাতীয় স্বার্থ এবং আখ চাষিদের কল্যাণে সুসংহত করতে হবে। সুগার মিলস চালুকরণ টাস্ক ফোর্স কমিটির (এসএমআরটিএফসি) সদস্যরা গতকাল রোববার এখানে একটি কমিউনিটি সেন্টারে অন্তর্বর্তীকালীন সরকারের ছয়টি বন্ধ চিনিকল পুনরায় চালু করার সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে অবহিত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মতামত ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ শ্রম ও কর্মচারী ফেডারেশন (বিএলইএফ) এবং জাতীয় শ্রমিক সংগ্রাম পরিষদ (জেএসকেএসপি) এবং আখ চাষি ও আখ রক্ষা সংগ্রাম পরিষদের (এসএফএসআরএসপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসএমআরটিএফসি যুগ্ম আহ্বায়ক ও জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ (জেএসকেএসপি)’র সভাপতি আব্দল্লাহ ক্বাফী রতন।