সিরিয়ায় ৭০ বছরের মধ্যে ব্যাংকে প্রথম নারী গভর্নর
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে মাইসা সাবরিন নামে এক নারীকে নিয়োগ দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। ২০২১ সালে তৎকালীন রাষ্ট্রপতি বাশার আসাদের নিযুক্ত গভর্নর মোহাম্মদ ইসাম হাজিমের স্থলাভিষিক্ত হলেন মাইসা সাবরিন। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ নিয়োগের কথা জানিয়েছেন। খবর আবর নিউজের। মাইসা এই ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। দেশটিতে ৭০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দিতে যাচ্ছেন। ব্যাংকিং খাতে ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে মাইসার। তিনি কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের কর্মী। বিশেষ করে দেশটির ব্যাংকিং খাতের তদারকির কাজটি করে আসছিলেন মাইসা। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, দামেস্ক ইউনিভার্সিটি থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন মাইসা। তিনি ২০১৮ সাল থেকে দামেস্ক সিকিউরিটিজ এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে সদস্য হিসেবে রয়েছেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে এ দায়িত্ব পালন করছেন।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এবং এর অফিস কন্ট্রোল ডিভিশনের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সিরিয়ার অর্থনীতি ব্যাপকভাবে রাষ্ট্রনিয়ন্ত্রিত।
বিদ্রোহীরা ক্ষমতা গ্রহণের পর এটিকে উদারনৈতিক করার পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে আমদানি-রপ্তানির জন্য আগাম অনুমোদন এবং বিদেশি মুদ্রা ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ তুলে নেয়া।