ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাংকের সব স্থাপনায় অগ্নিনিরাপত্তা জোরদারের নির্দেশ

ব্যাংকের সব স্থাপনায় অগ্নিনিরাপত্তা জোরদারের নির্দেশ

সচিবালয়ে স্মরণকালের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাংকের সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থান ও ব্যবসা কেন্দ্রের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে তফসিলি ব্যাংকগুলোর ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনার অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিতে হবে। ব্যাংকগুলোর ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি/প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির-বিচ্যুতি নিরূপণে সুপারিশ দিতে নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি/প্রতিষ্ঠান নিয়োগ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত