ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মিডল্যান্ড ব্যাংক ও শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল

সমঝোতা স্মারক স্বাক্ষর

সমঝোতা স্মারক স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ঢাকার উত্তরার তুরাগের ধৌর-এ অবস্থিত বাংলাদেশের একটি বিশ্বস্ত বেসরকারি হাসপাতাল, ‘শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল লিমিটেডের’ সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন মো: রাশেদ আকতার, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং ফুতোশি কোনো, বোর্ড ডিরেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল। এই সমঝোতা স্মারক এর ফলে এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের সকল ভিসা ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডধারীগণ হসপিটালটির রেজিস্ট্রেশনে ১০০% ছাড়, ডাক্তারের পরামর্শে ১৫% ছাড়, সমস্ত বিভাগের বেড (কেবিন, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ) ১৫% ছাড় এবং পরীক্ষাগার, রেডিওলজি এবং ইমেজিং পরীক্ষায় ১৫% ছাড় উপভোগ করবেন। মিডল্যান্ড ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোঃ আবেদণ্ডউর-রহমান, মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদ এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল এর ডেপুটি ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট মো: তৌহিদুল ইসলাম, সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত