ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চেম্বার নেতাদের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের মতবিনিময়

সিরাজগঞ্জে চেম্বার নেতাদের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের মতবিনিময়

সিরাজগঞ্জে চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি ইরান-বাংলাদেশ যৌথ ব্যবসা বাণিজ্য সম্পর্কিত মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার দুপুরের দিকে ওই চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যৌথ বাণিজ্য উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে চেম্বারের প্রেসিডেন্ট বলেন, সিরাজগঞ্জে বাণিজ্য উন্নয়নে বিভিন্ন সুবিধা তুলে ধরে ইরানের ব্যবসায়ীদের বিনিয়োগ করা সম্ভব। যেহেতু উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে অর্থনৈতিক অঞ্চল, বিসিক শিল্পপার্ক, নৌপথ, রেলপথ, মহাসড়ক রয়েছে।

এ কারণে বিনিয়গের সুবিধা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া জেলায় দুগ্ধজাত পণ্য, তাঁত, কম্বলশিল্প, সরিষা এবং দেশীয় প্রজাতির মাছ উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন। এ জন্য ইরানের রাষ্ট্রদূতকে এ বিনিয়গে প্রস্তাবের আহ্বান জানান। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি বিশেষ করে সিরাজগঞ্জের দুগ্ধপণ্য, তাঁতের তৈরি পণ্যসহ বিভিন্ন শিল্পবিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সিরাজগঞ্জে যৌথ বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবনাতে সাড়া দিয়ে সিরাজগঞ্জ চেম্বারের নেতাদেরকে ইরানে গিয়ে বাণিজ্য আলোচনার আমন্ত্রণ জানান। এ সভায় রাষ্ট্রদূতের সহধর্মীণী জারা চাভোশি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারাসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত