ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

প্রথম দিনের টোল আদায় প্রায় সোয়া তিন লাখ

প্রথম দিনের টোল আদায় প্রায় সোয়া তিন লাখ

চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর প্রথম দিন গত শুক্রবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫ হাজার ৬৯৪টি যানবাহন চলাচল করেছে। এ সব যানবাহন টোল পরিশোধ করেছে ৩ লাখ ৬২ হাজার ৬০০ টাকা। সিএনজিচালিত অটোরিকশা, কার, জিপ, মাইক্রোবাস, পিকআপ, মিনিবাস, বাস, ট্রাক ও কাভার্ডভ্যান এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলের সুযোগ থাকলেও ট্রেইলর, মোটরসাইকেল ও রিকশা চলতে পারছে না। ফলে কাঙ্ক্ষিত টোল আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। চুয়েট ব্যুরো অব রিসার্চ টেস্ট অ্যান্ড কনসালটেশনের এক সমীক্ষায় উল্লেখ করা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে প্রতিদিন প্রায় ৮১ হাজার ৪৭১টি যানবাহন চলাচল করতে পারে। এর মধ্যে কারও তিন চাকার যানবাহন ৩৯ হাজার ৪২৮টি, মাইক্রোবাস, ভ্যান, জিপ ৬ হাজার ৫১৩টি, মিনিবাস ও পিকআপ ৫ হাজার ৩৮টি, বাস ৩ হাজার ৩৮৯টি, ট্রাক ৫ হাজার ৬৬৪টি, লরি ও ট্রেইলর ৬৭৭টি, মোটরসাইকেল ৫ হাজার ৮১৪টি, ঠেলাগাড়ি ৫৯০টি এবং রিকশা ১৪ হাজার ৩৫৮টি। বিগত সরকারের আমলে যানবাহন চলাচলের জন্য নির্ধারণ করা টোলের হার পরিবর্তন করে গত বছরের ৩ নভেম্বর সিডিএ নতুন প্রস্তাব পাঠায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত