ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গাড়ি আমদানিতে নতুন সুবিধা

গাড়ি আমদানিতে নতুন সুবিধা

গাড়ি আমদানির জন্য এলসি বা ঋণপত্র খুলতে মার্জিন সুবিধা দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গাড়ি আমদানিতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণ করতে বলা হয়েছে। সেডানকার, এসইউভি, এমপিভি গাড়ি আমদানিতে ন্যূনতম ৫০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে। আগে এ সব গাড়ি আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হতো। নতুন নির্দেশনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। গাড়ি বা মোটরকার আমদানির ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিন সংরক্ষণ সম্পর্কে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এক সার্কুলারের মাধ্যমে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার লক্ষ্যে অন্য কিছু পণ্যসহ মোটরকার (সেডানকার, এসইউভি, এমপিভি ইত্যাদি) আমদানির ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের জন্য নির্দেশনা দেয়া হয়। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিবেচনায় বর্তমানে বিশ্বব্যাপী সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে নীতিগতভাবে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে এ ধরনের পরিবহন কার্বন নিঃসারণ হ্রাস ও বায়ুর গুণমান সূচক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। এ সব বিষয় বিবেচনা করে সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকারের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত