‘SONY-RANGS’ নামে বহুলভাবে পরিচিত প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, প্যান প্যাসিফিক সোনারগাঁও এ নতুন ২০২৫ সিরিজের কেলভিনেটর এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন এর বাজারজাত ঘোষণা করলো। র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, একরাম হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা, সম্মানিত ডিলার, ব্যবসায়ী পার্টনার, লাইফটাইম কাস্টমার ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ১১০ বছরের জনপ্রিয় আমেরিকান ব্র্যান্ড ‘কেলভিনেটর’, রেফ্রিজারেটর, হোমণ্ডকিচেন এপ্ল্যায়েন্স ও এসির জন্য বিশ্বব্যাপি পরিচিত। কেলভিনেটর ব্র্যান্ডটি সুইডিশ কোম্পানি ‘ইলেক্ট্রোলাক্স হোম প্রোডাক্টস’ এর মালিকানাধীন এবং র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশে একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ও লাইসেন্সি। নতুন বছরে ক্রেতাদের জন্য র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সিলেট হাই-টেক পার্ক ও গাজীপুরে অবস্থিত ফ্যাক্টরি থেকে কেলভিনেটর ব্র্যান্ডের নতুন মডেলগুলো উৎপাদন হচ্ছে। এরই মধ্যে ৫টি নতুন সাইড বাই সাইড রেফ্রিজারেটর ও ২টি টপ-লোড ওয়াশিং মেশিন উৎপাদিত হয়েছে। যা পাওয়া যাচ্ছে র্যাংগস ইলেকট্রনিক্স এর দেশব্যাপি সব শোরুম ও অনলাইন স্টোর shop.rangs.com.bd তে।