ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সোশ্যাল ইসলামী ব্যাংক

নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত

নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত

সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবি) পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. নাজমুস সায়াদাত।

তিনি এ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে তার রয়েছে ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা। প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং সেখানে লোকাল অফিস ও বৈদেশিক বিনিময় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা ও মতিঝিল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন ও কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন এর প্রধান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং তার মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে সুনিপুণভাবে শাখা ও বিভাগ পরিচালনা করেন।

২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের দখলে চলে যাওয়ার পর ব্যাংকের নানা অনিয়ম তার দৃষ্টিগোচর হওয়ায় ২০২০ সালে তিনি এই ব্যাংক থেকে পদত্যাগ করেন। গত ৫ আগস্ট ২০২৪ এর পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এস আলম মুক্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিলে তিনি আবারও এই ব্যাংকে এসইভিপি এবং এমডিএস ও ইনভেস্টমেন্ট উইং এর প্রধান হিসেবে যোগদান করেন।

গত অক্টোবরে তিনি উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। তার দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত