বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ওসমান এরশাদ ফয়েজ। ইস্টার্ন ব্যাংকে নিয়োগের পূর্বে তিনি সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক কন্সালটেন্সী প্রতিষ্ঠান এশিয়া এফআইআইটির (অংরধ ঋররঞ) সহ-প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ত্রিশ বছরের পেশাগত জীবনে ওসমান ফয়েজ শীর্ষস্থানীয় বিভিন্ন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে কৌশল প্রযুক্তি, পরিচালন, ডিজিটাল রুপান্তর, কোর ব্যাংকিং এবং ফিনটেক নিয়ে কাজ করেছেন। এ সময় তিনি এএমটিডি ডিজিটালের প্রধান তথ্য ও পরিচালন কর্মকর্তা, স্ট্যান্ডার্ড চার্টার্ড সিঙ্গাপুর এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা, ইস্টার্ন হেমিস্ফেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান আঞ্চলিক তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হোলসেল ব্যাংকিং এবং ইন্দোনেশিয়ার পারমাতা ব্যাংকের পরিচালন বিভাগের প্রধান হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ওসমান ফয়েজ সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউজ এসোসিয়েশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। ২০১৫ সাল থেকে তিনি সিঙ্গাপুরের ইন্সটিটিউট অফ ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের একজন ফেলো। ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ওসমান এরশাদ বি.কম. (অনার্স) এবং এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি অক্সফোর্ড সাঈদ বিজনেস স্কুল এবং ওঘঝঊঅউ এর একজন এলামনাই। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশের একজন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে তিনি তার পেশাগত জীবন শুরু করেন। ২০০৫ সালে আন্তর্জাতিক দায়িত্ব নিয়ে বাংলাদেশ ত্যাগের পূর্বে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ এর প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।