আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’-এর কো-স্পন্সর হিসেবে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ প্রতিষ্ঠান আকিজ এয়ার। আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। আকিজ এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা দারাজ মাহমুদ ও বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ড. ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, আকিজ এয়ারের সহকারি ব্যবস্থাপক-অপারেশনস মোহাম্মদ আব্দুল হালিম, সহকারী ব্যবস্থাপক-সেলস সেলডন জোসেফ ডি সিলভাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চুক্তির অধীনে, ঢাকা ট্রাভেল মার্টের আয়োজন ও দেশ-বিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা দেবে আকিজ এয়ার। এছাড়া মেলা চলাকালীন নতুন প্রোডাক্ট উদ্বোধন এবং দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যে এয়ার টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করবে আকিজ এয়ার। এবারের ঢাকা ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দেশের ৪৫টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। দর্শনার্থীরা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফেল ড্রতে দেশ-বিদেশে ভ্রমণের জন্য এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের সুযোগ পাবেন।