দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন
ইপিবি ও এফপিসিসিআইয়ের বৈঠক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই)-এর উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (নির্বাহী প্রধান) মো. আনোয়ার হোসেনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন এবং বিনিয়োগ বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হোন। সভায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হ্রাস করার উদ্দেশ্যে সম্ভাব্য করণীয় ও চ্যালেঞ্জ উত্তরণের বিষয়ে আলোচনা হয়। (এফপিসিসিআই)’র প্রতিনিধিদল অবহিত করেন যে, দু-দেশের ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্য/বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এফপিসিসিআই কাজ করে যাচ্ছে। সভায় দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সেক্টর ভিত্তিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় যার মধ্যে অন্যতম কৃষি ও কৃষিজাত পণ্য, ম্যান মেড ফাইবার, লেদার ও লেদারগুডস, ভোজ্য তেল, হালাল মাংস, হালাল পোশাক, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ ও হোমটেক্সটাইল উল্লেখযোগ্য। ব্যুরোর নির্বাহী প্রধান ও ভাইস চেয়ারম্যান পরবর্তী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাকিস্তানকে বড় পরিসরে অংশগ্রহণের জন্য এফপিসিসিআইকে আহবান জানান। প্রতিনিধিদল দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের জন্য উভয় দেশে অনুষ্ঠিত আইকনিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের প্রস্তাবসহ বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দু-দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এ ধরণের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আশা করা যায়। সভায় ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই)-এর সভাপতি আতিক ইকরাম শেখণ্ডএর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানসহ ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।