স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) মডেল এবং অর্থনৈতিক উন্নয়নে আম খাতের ভূমিকা শীর্ষক আঞ্চলিক প্রচারণার আয়োজন করেছে শিবগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ভাবনী কৃষি পদ্ধতি প্রদর্শনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এই আয়োজনটিতে সহযোগিতা করেছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (প্রবৃদ্ধি) প্রকল্প যা অর্থায়ন করেছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার, বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট। আম ব্যবসাকেন্দ্রিক নয়টি পৌরসভা উক্ত আয়োজনে অংশ নেয়। তারা শিবগঞ্জের আম খাতকে এগিয়ে নেয়ার বিভিন্ন সেরা অনুশীলন (বেস্ট প্র্যাকটিস) সম্পর্কে জেনেছে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা অনুধাবন করেছে। পাশাপাশি, পৌরসভাগুলোর সেবার মান উন্নত করার গুরুত্ব ও করণীয় সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছে। এ প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব মো. আজাহার আলী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের হেড অফ বিজনেস এডমিনিস্ট্রেশন আলমগীর কবির, ড. মো. মোখলেসুর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক উদ্যানতত্ত ও গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ। এতে বক্তারা বলেন, অতি ঘন পদ্ধতিতে আমচাষ (ইউএইচডি) প্রযুক্তি গ্রহণ করার ফলে আম উৎপাদনে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসেছে, যা সারা বছরব্যাপী পাওয়া যায়। এই জাতের আম উৎপাদনের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে বলে জানায় তারা। শিবগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব মো. আজাহার আলী বলেন, ‘আজকের এই আঞ্চলিক ক্যাম্পেইনটি শিবগঞ্জের স্থানীয় অর্থনীতির উন্নয়নে দীর্ঘদিন ধরে চলমান প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজার উন্নয়ন ও প্রযুক্তি প্রয়োগের উদাহরণ হিসেবে এটি অন্যান্য পৌরসভাকে পথ দেখাতে পারে’। স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) সেমিনারে বাংলা এলইডি মডেল এবং শিবগঞ্জ পৌরসভার সফল বাস্তবায়ন ও শিখন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে পাবলিক-প্রাইভেট সংলাপের মাধ্যমে চ্যালেঞ্জ সমাধানের গুরুত্বের ওপর বিশেষ জোর দেয়া হয়। ড. মো. মোখলেসুর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ বলেন, ‘সঠিকভাবে অতিঘন প্রযুক্তি (ইউএইচডি) ব্যবহার করে আম উৎপাদনে শিবগঞ্জ যে নেতৃত্ব দিচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি, সঠিক বাজারজাতকরণ প্রক্রিয়া শিবগঞ্জে শুরু হয়েছে, যা সারা বছর আম রপ্তানির সুযোগ তৈরি করবে এবং রপ্তানি ব্যবস্থার বিস্তার ঘটাবে। আমার আশা, শিবগঞ্জ থেকে এই প্রযুক্তি আরো বিস্তৃত হবে’। মাঠ পরিদর্শন ও গবেষণামূলক শিবগঞ্জের পার্শ্ববর্তী ৮টি পৌরসভায় ইউএইচডি ও টপ-ওয়ার্কিং এর চাষাবাদের উপর সম্ভাব্য সমাধান তুলে ধরেন। এই গবেষণার উদ্দেশ্য আমসেরা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সামগ্রিক আম উৎপাদনে শিবগঞ্জের সফলতাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সেমিনারের পাশাপাশি আম সংক্রান্ত বাণিজ্য মেলা, বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় আম উৎপাদনকারীদের সংলাপ (বিটুবি), স্থানীয় অর্থনৈতিক উনয়নের উপরে গম্ভীরা (ঐতিহ্যবাহী স্থানীয় নাটক) এবং নারী উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজনও ছিল। স্বপ্ন, প্রাণ ফুডস, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, মেরিডিয়ান গ্রুপ ও চাপাই এগ্রো ফুড গ্রুপের মতো নেতৃস্থানীয় কোম্পানির প্রতিনিধিরা বিটুবি আলোচনায় অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট জনাব মো. আব্দুস সামাদ বলেন, ‘স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন- প্রবৃদ্ধি প্রকল্প শিবগঞ্জে একটি সফল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রকল্পটির মাধ্যমে আমরা দেখেছি কিভাবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।