ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট অনুষ্ঠিত

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট অনুষ্ঠিত

দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের আয়োজনে গাজীপুরের চন্দ্রায় শুরু হয়েছে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’। এ সামিটের উদ্দেশ্য স্টেকহোল্ডার ও পরিবেশকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি বিক্রয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে বাজার পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগী ব্যবসায়িক কলাকৌশল নির্ধারণ করা। গতকাল বুধবার সকালে গাজীপুরের চন্দ্রায় মার্সেল হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম। সামিট উপলক্ষে মার্সেল হেডকোয়ার্টার্সে তৈরি করা হয়েছে সুবিশাল সম্মেলন কক্ষ। নির্মাণ করা হয়েছে সুদৃশ্য মঞ্চ। বর্ণিল ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে পুরো হেডকোয়ার্টার্স। সামিটে অংশ নিতে গতকাল বুধবার সকালে দেশজুড়ে মার্সেলের সঙ্গে যুক্ত প্রায় ৬০০ ডিস্ট্রিবিউটরসহ বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তারা হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে সমবেত হয়েছেন। তাদের আগমনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে মার্সেল হেডকোয়ার্টার্স আঙিনায়। সামিটে অন্যদের মধ্যে উপস্থিত আছেন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক উত্তর জোনের ইনচার্জ কুদরত-ই খুদা ও দক্ষিণ জোনের ইনচার্জ নূরুল ইসলাম রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্রয়ের মধ্যে দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত