ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

স্থগিত হলো বাজুস ফেয়ার

স্থগিত হলো বাজুস ফেয়ার

বাজুস ফেয়ার-২০২৫ স্থগিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে এই ফেয়ার হওযার কথা ছিল।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস ফেয়ার স্থগিত করার তথ্য জানিয়েছে। তবে কী কারণে ফেয়ার স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি।

এর আগে গত ১৭ ডিসেম্বর এক বিজ্ঞপ্তি দিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ৩ দিনের বাজুস ফেয়ার শুরু হওয়ার তথ্য জানায় সোনা ব্যবসায়ীদের এই সংগঠন।

সে সময় জানানো হয়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে ৩ দিনের এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার-২০২৫।

এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলেও সে সময় জানানো হয়। আর বাজুস ফেয়ার-২০২৫ এ প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ১০০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত