রাজশাহীতে ৮ দফা দাবি নিয়ে ব্যবসায়ীদের উপর সরকারের চাপিয়ে দেয়া বর্ধিত ব্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী শাখা মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান। এ সময় আরো বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, যুগ্ম সম্পাদক আবু তাহের, সহ-যুগ্ম সম্পাদক রাশেদ ইসলাম, আইটি সম্পাদক নাবিলা নওরিন, উপদেষ্টা এহসানুল হোদা দুলু।
মানববন্ধনে রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলেন, এই সরকারকে বিপদে ফেলতে যারা উপদেষ্টা আছে তারা ভুল তথ্যদিয়ে ব্যবসায়ীদের উপর ভ্যাট ৫% হতে বাড়ীয় একলাফে ১৫% করেছেন যা ভুল সিদ্ধান্ত। করোনার পর হতে ব্যবসার অবনতি অব্যাহত আছে। রাজনৈতিক অস্থিরাত দেশে বিরাজমান ছিলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এই সময় এমন ভ্যাট বাড়িয়ে দেয়া খুব দুঃখ জনক। এ সময় ব্যবসায়ীরা সরকারের নিকট ৮দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়ন করার দাবি জানান। নইলে রেস্তোরাঁ বন্ধ করে দিয়ে সারাদেশে এক যোগে আন্দোলন করার হুঁশিয়ারি দেন।