ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পাঁচ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করেছে চীন

পাঁচ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করেছে চীন

২০২৪ সালে চীনের প্রবৃদ্ধি ৫ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। মূলত উৎপাদন ও রপ্তানির প্রবৃদ্ধির ওপর নির্ভর করে চীন গত বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর চীনের রপ্তানিকারকেরা আগেভাগে রপ্তানি করে ফেলায় শেষ প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধির হার বেড়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের সংবাদে বলা হয়েছে, বছরের শেষ প্রান্তিকে চীনের অর্থনীতি বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। শেষ প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

ফলে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির গতি কমে গেলেও চতুর্থ প্রান্তিকে তা অনেকটা পুষিয়ে নেওয়া গেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলেছে, চীন সরকার বেশ কিছু প্রণোদনা প্যাকেজ দিয়ে অর্থনীতি চাঙা করার চেষ্টা করেছে। এ সব প্রণোদনা অনেকটাই কাজে লেগেছে। অর্থনীতিবিদদের ধারণা ছিল, ২০২৪ সালে চীনের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৯ শতাংশ, বাস্তবে প্রবৃদ্ধির হার সেই পূর্বাভাসও ছাড়িয়ে গেছে। যদিও গত বছর চীনের প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ২ শতাংশ। ৫ শতাংশ প্রবৃদ্ধি ১৯৯০ সালের পর চীনের জন্য সর্বনিম্ন, মাঝে কোভিডের বছর বাদ দিলে। চীনের অভ্যন্তরীণ ভোগ কিছুটা কমে গেছে। টানা কয়েক বছরে ধীরলয়ের প্রবৃদ্ধির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু চীন সরকার উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির মধ্য দিয়ে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছে অনেকটাই। তবে এইচএসবিসির এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রেডেরিক নিউম্যান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, এই পরিসংখ্যানের কারণে চীনের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা সাময়িকভাবে ঢাকা পড়ে গেছে। তিনি বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনা পণ্যে শুল্ক বৃদ্ধি করবেন এই আশঙ্কায় রপ্তানিকারকেরা আগেভাগে বেশি রপ্তানি করেছেন। এর পর ট্রাম্প শুল্ক বৃদ্ধি করলে রপ্তানি মার খাবে। এ ছাড়া ২০২৪ সালে চীনের সামগ্রিক বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারে উন্নীত হয়েছে। মূলত রপ্তানির প্রবৃদ্ধির কারণে তা হয়েছে। কিন্তু নিউম্যান মনে করছেন, চীনের অর্থনীতির এখন একমাত্র দুর্বলতা ভোক্তাদের আস্থাহীনতা। এর অর্থ হলো, আরো প্রণোদনা দিতে হবে, এর মধ্য দিয়ে ভোক্তাদের আত্মবিশ্বাস বাড়বে। এছাড়া মর্গ্যান স্ট্যানলির বিশ্লেষকেরা বলছেন, চতুর্থ প্রান্তিকে চীনের এই প্রবৃদ্ধি স্বল্পস্থায়ী। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে তা কমতে পারে। ২০২৪ সালে চীনের বাজারে খুচরা বিক্রয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে এটা ঘটেছে। এই সময়ে দেশটির শিল্পোৎপাদনের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। ২০১৪ সালে চীনের প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৪ শতাংশ, ২০১৫ সালে ৭, ২০১৬ সালে ৬ দশমিক ৮, ২০১৭ সালে ৬ দশমিক ৯, ২০১৮ সালে ৬ দশমিক ৭ এবং ২০১৯ সালে ৬ শতাংশ। কোভিডের বছর চীনের প্রবৃদ্ধির হার এক ধাক্কায় ২ শতাংশে নেমে আসে। সেই নিম্ন ভিত্তির ওপর দাঁড়িয়ে ২০২১ সালে চীনের প্রবৃদ্ধি হয় ৮ দশমিক ৩৪ শতাংশ। ২০২২ সালে তা আবার ৩ শতাংশে নেমে আসে। এর পর ২০২৩ সালে তা আবার ৫ দশমিক ২ শতাংশে ওঠে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত