শুল্কের চাপে বেড়েছে রিকন্ডিশন গাড়ির দাম
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
রিকন্ডিশন গাড়ি একেবারে চকচকে নতুন গাড়ির অনুভূতি না দিলেও চলে দীর্ঘদিন। যা একদিকে বিলাসিতা মেটায়, অন্যদিকে অনেকটাই আরাম দেয় পকেটকেও। সেই সঙ্গে গতি আনে দৈনন্দিন কর্মকাণ্ডে। যে কারণে বাংলাদেশের বাজারে আমদানি হওয়া গাড়ির ৭৫ শতাংশই রিকন্ডিশন বা পুরোনো গাড়ি। ব্যক্তিগত বা উদীয়মান ব্যবসার প্রয়োজন মেটাতে বছর দুয়েক আগেও ১৫ থেকে ৩০ লাখ টাকার মধ্যে মিলতো রিকন্ডিশন গাড়ি।