দেরিতে পরিশোধের শর্তে শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণ ও সার আমদানির সময়সীমা আরো এক বছর বাড়াল বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত বিদেশি বিক্রেতাকে আমদানির ৩৬০ দিন পরে পাওনা পরিশোধের শর্তে এ সব পণ্যের এলসি খোলা যাবে। এর আগে দেয়া এই নীতিসহায়তার মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। বিদ্যমান নিয়মে সাধারণভাবে পণ্য খালাসের আগেই বিদেশি ক্রেতার পাওনা পরিশোধ করতে হয়। তবে কিছু ক্ষেত্রে দুই পক্ষের সম্মতিতে ১৮০ দিন দেরিতে পরিশোধের শর্তে পণ্য আমদানি করা যায়। আর ৩৬০ দিন দেরিতে পরিশোধের শর্তে মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি খোলা যায়।