ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

দুয়ার খুলেছে ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলার। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ শুহাদা ওথমান এ মেলার উদ্বোধন করেন। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত এ মেলা চলবে আগামীকাল ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আয়োজকরা জানান, মেলার ভিজিটরদের জন্য দেশি-বিদেশি এয়ারলাইন্স বিভিন্ন গন্তব্যে এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করছে। রয়েছে বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজও। এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। মেলায় ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‌্যাফেল ড্রতে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত